মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আরাফাত হোসেন(২৩) নামের এক শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
৪ জুলাই সোমবার রাত ১১ টার দিকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
পরিবার সুত্রে জানা যায়, ৪ জুলাই সোমবার রাতে আরাফাত প্রাতিষ্ঠানিক কাজকর্ম সেরে ঠাকুরগাঁও শহরের আমতলি এলাকার আইনজীবি চেম্বার থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় তার নিজ বাড়ি ফিরছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পৌছালে স্থানীয় সাদ্দাম, মানিক, জুলফিকার নামের তিন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
এ সময় আরাফাত গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় ভর্তি করে । সন্ত্রাসী হামলার এ বিষয়ে আরাফাতের পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তথ্য পাওয়া যায়।
এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম ডন জানান, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।