মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ শোভাযাএা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকালে ১৪২৯ বাংলা শুভ নববর্ষ পালন করা হয়েছে । এ উপলক্ষে বালিয়াডাঙ্গী-শহরে মঙ্গল-শোভাযাত্রা এবং উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহি অফিসার মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম , উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার সোলেমান আলী, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু, সহ অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদকর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিশেষে সংগীত পরিচালনায় বৈশাখী সংগীত পরিবেশিত হয়।