সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা পাকিস্তানে

টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা পাকিস্তানে

পাকিস্তানে করোনা টিকা না নেওয়া থাকলে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে,পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ করোনা টিকা নিয়েছে। কিন্তু দেশটিতে তারপরও করোনা সংক্রমণে হার বেড়ে গেছে।  ফলে টিকা না নিলে মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে এনসিওসি।

এনসিওসির শনিবার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র টিকা দেওয়া থাকলেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও ধর্মীয় উপাসনালয়ে প্রবেশের জন্য মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও অন্তত ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক করা হয়েছে।

এনসিওসি দেশটির করোনভাইরাসের বর্তমান পরিস্থিতির একটি বিশদ পর্যালোচনা করে এর বিস্তার রোধে একাধিক স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করেছে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...