সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) কনক কুমার দাস জানান, সকালে কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রেললাইনের পাশে একটি জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে যশোর থেকে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে। বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

পোস্ট মর্টেমের জন্য লাশটি যশোর ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও তাকে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তাদের।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...