ঝালকাঠি জেলা প্রতিনিধি : দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ।
আজ (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার রাজাপুর উপজেলা চত্বরে মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ২০ জন মৎস্যজীবির মাঝে ৪০ টি ছাগল, ২০ টি ঘর ও খাদ্য বিতরণ করা হয় ।মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মাহমুদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপ পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ,বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরউজ্জামান, উপজেলা চেয়ারম্যান, রাজাপুর, জনাব রিপন কান্তি ঘোষ, জেলা মৎস্য অফিসার, ঝালকাঠি, আফরোজা আক্তার লাইজু, মহিলা ভাইস চেয়ারম্যান, রাজাপুর উপজেলা পরিষদ, জনাব নজরুল ইসলাম স্বপন তালুকদার, চেয়ারম্যান, সদর ইউনিয়ন পরিষদ,রাজাপুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোজাম্মেল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ), রাজাপুর। অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন মৎস্যজীবির মাঝে ৪০ টি ছাগল, ২০ টি ঘর ও খাদ্য বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।