সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জয়সুরিয়া-মেন্ডিস ঘূর্ণিতে লণ্ডভণ্ড পাকিস্তান

জয়সুরিয়া-মেন্ডিস ঘূর্ণিতে লণ্ডভণ্ড পাকিস্তান

প্রথম গল টেস্টে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে পারলেন না বাবর। প্রভাত জয়সুরিয়াতে কুপোকাত হয়ে ২৪৬ রানের বড় হারের স্বাদ পেয়েছে পাকিস্তান।

৫০৮ রানের লক্ষ্যটা অসম্ভবই ছিল। জিততে হলে আবারও ইতিহাস গড়তে হত পাকিস্তানকে। অসম্ভব হলেও ড্রয়ের স্বপ্ন দেখছিল সফরকারীরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে পাকিস্তান তুলেছিল ১৭৬ রান। সেখান থেকেই ড্রয়ের স্বপ্ন দেখার শুরু, তবে সেই স্বপ্নে জল ঠেলে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২৬১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

প্রভাত জয়সুরিয়া আর রমেশ মেন্ডিসের দেখিয়েছেন ভেল্কি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পাঁচ উইকেট নিয়েছেন জয়সুরিয়া আর চার উইকেট নিয়েছেন মেন্ডিস।

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৩৭৮ রানে, দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে তারা ৩৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ২৩১ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৬১ রানে।

লঙ্কানদের এই জয়ে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...