সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জয়পুরহাট জেলা বিএনপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট জেলা বিএনপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি : বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেওয়ায় জয়পুরহাটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির নেতা-কর্মীরা জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সহ-সভাপতি ইঞ্জিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় নিশ্চিত করা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার জন্য সরকারকে আহ্বান জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...