জামালপুর সংবাদদাতাঃ জামালপুরে র্যাবের অভিযানে ধর্ষক আনিছ মিয়া (২৪)কে আটক করেছে।
আটককৃত আনিছ জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। র্যাবের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২৯জুন রাত দেড়টার েিদক র্যাবের অভিযান চালিয়ে মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়ার লিটন মিয়ার বাড়ি থেকে আটক করে। জানা গেছে, ১৪ জুন মধ্যরাতে জনৈক গৃহবধূর ঘরে অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে ইজ্জত হরণের ভিডিও ধারণ করে।
এ কথা বাইরে প্রকাশ করলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এ ঘটনায় আনিছের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে চলে যায়। আটককৃতকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।