জামালপুর প্রতিনিধিঃ দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬ জুন সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল।
বক্তব্য রাখেন দৈনিক দিনকালের মুকুল রানা, যায়যায়দিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী, ডেইলি অবজারভারের কামাল হোসেন, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, যমুনা টিভি ও দেশ রূপান্তরের শোয়েব হোসেন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন প্রমুখ। জনপ্রিয় এই পত্রিকার উত্তরোত্তোর সফল্য ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদ।