জামালপুরের সরিষাবাড়ীতে দেশের বৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলা সেচ মৌসুমে গ্যাসসংযোগ বন্ধ রাখায় অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকালে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
এসময় বক্তারা সেচ মৌসুমে গ্যাসসংযোগ বন্ধ না রাখা ও কারখানার উৎপাদন বন্ধ না রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও জামালপুর জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, শিক্ষাবিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন তারাকান্দি নিয়ন্ত্রণ শাখার সভাপতি আককাস আলী, যমুনা সার কারখানা সিবিএ শ্রমিক ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।