জামালপুর সংবাদদাতা: জামালপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত আছে, গত ২৪ ঘন্টায় জামালপুরে বাহাদুরাবাদ ঘাট যমুনা নদীর পানি ২৪সে,মিটার রেড়ে বিপদসীমার ৪৭সে, মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ,মেলান্দহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে ছয় উপজেলায় ২৬টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ।
পানি বন্দী হয়ে পরেছে প্রায় ৬০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ,কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।বন্ধ হয়ে গেছে বন্যা দুর্গোত এলাকার নির্মাণাধীন উন্নয়ন কাজ। এছাড়াও ভাঙ্গনের কবলে পরে ১০টি বসতঘর বিলিন হয়ে গেছে।
সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা ঘোনাপাড়ায় বন্যার পানিতে ডুবে আরিফা নামের ৮ বছরের এক শিশু মারা গেছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, আলমগীর হোসেন জানিয়েছেন,বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আগেই ৩৫০ মেট্রিকটন চাল ও নগদ ৭লাখ টাকা রাখা হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, আলমগীর হোসেন জানিয়েছেন,বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় আগেই ৩৫০ মেট্রিকটন চাল ও নগদ ৭লাখ টাকা রাখা হয়েছে।