রাকিবুল ইসলাম মামুন: গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর যাত্রাবাড়ী থাইপার্কচাইনিজ রেস্টুরেন্টে জাতীয় পার্টির ২৬শে নভেম্বর সম্নেলন সফল করার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক ও বিশিষ্ঠ সমাজ সেবক হাজী মোহাম্মদ তুহিনুর রহমান নূরু এর সভাপতিতে এ সময় প্র্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন।
সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরাথানা, যাত্রাবাড়ী থানা, সুএাপুর থানা, জাতীয় পার্টির সদস্য, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সদস্যসহ, গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের হাতে হাত রেখেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসাবেই থাকবে। সেই সাথে জাতীয় পার্টির ২৬ শে নভেম্বর ২০২২ সম্নেলন সফল করার লক্ষে সকল নেত্রীবৃন্দকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক নুর হাজী তার বক্তব্যে বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। মানুষের সেবা করাই আমার রাজনীতিক লক্ষ্য সেই সাথে আমাকে ঢাকা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক করাই রওশন এরশাদসহ এর সাথে সংশ্লিষ্ট সকল নেত্রীবৃন্দদের ধন্যবাদ জানাই সেই সাথে রওশন এরশাদের দ্রুত সুস্থতা কামনা করি।