সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই আসামি গ্রেপ্তার 

ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই আসামি গ্রেপ্তার 

মোঃআমান উল্লাহ, কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনাটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সংঘটিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত   আজিজুল হক (৩৪) ও মো. ফিরোজ আলম (৩৩) স্বীকার করেছে, ফয়সাল হত্যার সঙ্গে তারা জড়িত ছিল।

গতকাল বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মনজুর জানান, গ্রেফতারকৃতদের রাজনীতির সাথে  সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গত ৩ জুলাই খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে সম্পাদক ফয়সাল উদ্দিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব চিরুনি অভিযান শুরু করে। অভিযানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে  এজাহারের ১নং আসামী আজিজুল হককে লিংকরোড তার নিকটাত্মীয়ের বাসা থেকে এবং   মো. ফিরোজ আলমকে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর মেজর মনজুর মেহেদী ইসলাম।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তলিয়ে গেছে কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা

  নিজস্ব প্রতিনিধি: প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, বাস টার্মিনাল, কালুরদোকান, বৌদ্ধমন্দির সড়কসহ ...