সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / চৌরাস্তা বাজার থেকে খিদিরপুর বাজার পর্যন্ত রাস্তার নাজেহাল অবস্থা,দুর্ভোগে জন-সাধারণ

চৌরাস্তা বাজার থেকে খিদিরপুর বাজার পর্যন্ত রাস্তার নাজেহাল অবস্থা,দুর্ভোগে জন-সাধারণ

 

 

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

 

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া মাঝি হয়ে খিদিরপুর বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগে রয়েছেন জন-সাধারণ।

 

এ রাস্তা দিয়ে খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া,ডোমনমারা এবং কৃষ্ণপুর ইউনিয়নের বৃহত্তর বীরগাঁও এবং চরমান্দালীয়া ইউনিয়নের মজিতপুর,চরমান্দালীয়াসহ ৩ টি ইউনিয়নের জন-সাধারণ চলাচল করে আসছে।

 

এ ছাড়াও খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,খিদিরপুর কলেজ,মনতলা ফাজিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ বিভিন্ন অঞ্চলের অভিভাবকরা এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে।

 

রাস্তাটি ভাঙ্গা থাকায় প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘনার শিকার হচ্ছে। গাড়ী চালকরা ভালো করে গাড়ী চালাতে পারছে না।
যে কোন সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় তাদের মনেও কাজ করে থাকে।
এ রাস্তাটি সংস্কার এখন জন-সাধারণের প্রাণের দাবী হয়ে উঠেছে।

 

এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে দ্রুত সময়ে রাস্তাটি সংস্কারে মাননীয় প্রধানমন্ত্রী,সড়ক মন্ত্রী,স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী,নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ(এল.জি.ই.ডি),উপজেলা প্রশাসন মনোহরদী সহ স্থানীয় চেয়ারম্যানগণের হস্তক্ষেপ কামনা করছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লালমনিরহাটের মদাতীতে সংস্কারের নামে হরিলুট

রাজু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের ৪নং ...