সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / চাহালের দখলেই আইপিএলের পার্পল ক্যাপ

চাহালের দখলেই আইপিএলের পার্পল ক্যাপ

এবারের আইপিএলে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ সম্পন্ন হয়েছে। আর সেই হিসাবে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। তিনি ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন।

পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে  রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ।

বেগুনি টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এবারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার।

পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ভানিন্দু হাসারঙ্গা। এবারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৯ ওভার বল করে ১৫৫ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার।

বেগুনি টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। ৪টি ম্যাচে খেলে ১৬ ওভার বল করে ৮টি উইকেট নিয়েছেন। বিনিময়ে ১৩৩ রান খরচ করেছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...