ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মহিমা আক্তার (২০) নামে এক তরুণী বিষপাণে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রামে এই ঘটনা ঘটে। মহিমা ওই গ্রামের মো. মফিজ মিয়ার মেয়ে। কিছুদিন আগে তার বিয়ে হয়।
নিহতের আত্মীয় ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে মহিমা ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার কারে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. কবির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. মাহবুবুর রহমান এই খবর নিশ্চিত করে বলেন, বিষপানে আত্মহত্যার সংবাদ হাসপাতাল থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তের জন্য হাজীগঞ্জ থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।