সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারকের সাথে সাংবাদিক এম হাসান ইমামের সৌজন্য সাক্ষাত

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারকের সাথে সাংবাদিক এম হাসান ইমামের সৌজন্য সাক্ষাত

বিবাগীয় ব্যুরো প্রধান এম হাসান ইমাম।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান
করোনাভাইরাসের ক্ষেত্রে সাংবাদিকদের অব্যহত সহযোগিতার প্রতি
গুরুত্বারোপ করেন। সাক্ষাতকার শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
গুরুত্বপূূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডিআইজি খন্দকার গোলাম
ফারুক মহোদয়কে দৈনিক বর্র্র্তমান দেশ বাংলার চট্টগ্রাম বিবাগীয়
ব্যুরো পক্ষ থেকে বু্যুরো প্রধান সাংবাদিক এম হাসান ইমাম একটি
সম্মাননা স্বারক প্রদান করেন।
একই দিন সাংবাদিক হাসান ইমাম লোহাগাড়, সাতকানিয়া থানার
আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ করোনাভাইরাস বিষয়ে অফিসার
ইনচার্জদের সাথে সাক্ষাত ও থানা এলাকা পরিদর্র্শন করেন।
তার মধ্যে সাতকানিয়া থানার ওসি সফিউল কবির, পুলিশ পরিদর্র্শক
আবুল কালাম আজাদ, থানা কমিউনিটি পুলিশিং সমন্বয়কারী
অফিসার এস আই জাকির হোসেন উপস্থিত ছিলেন। এসময় তিনি
চৌকস পুলিশ সদস্যদের পেশাগত দ্বায়িত্ব পালনে অগ্রণী ভুমিকা ও
কর্মতৎপরতা বিষয়ে তথ্য নেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...