সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / গোলাম রাব্বানীর কথায় ন্যানসির ‘হাঁসফাঁস’

গোলাম রাব্বানীর কথায় ন্যানসির ‘হাঁসফাঁস’

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। রোম্যান্টিক ধাঁচের গানেই তার সাফল্যের হার বেশি। তবে বিরহের গানেও পাওয়া গেছে তাকে। কিন্তু কখনও ফোক গানে কণ্ঠ দেননি। এবার ‘হাঁসফাঁস’ শিরোনামে প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন তিনি।‌গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু।

ন্যানসি বলেন, ‌‌‌‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রাতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।

গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

  বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক ...