কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা স্মৃতিচারন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) উম্মে সুমাইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান
প্রমূখ।
আলোচনা সভা শেষ ৮ জন দঃস্থ মহিলাদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং ৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে উপায় হিসাব নম্বরের মাধ্যমে ২ হাজার করে প্রতিজনকে নগদ অর্থ প্রদান করা হয়।