মিলন হেমব্রম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৭ই মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় গোদাগাড়ী উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, গোদাগাড়ী পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়েজ উদ্দিন বিশ্বাস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সহ সম্মানিত উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়া মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ, সরকারি দপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষে থেকেও পুষ্পমালা অর্পণ করা হয়। পরে জাতির পিতা ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় পরে পুরুষ্কার বিতরণ করা হয়।