কামাল পাশা: গাজীপুরে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ওষুধের মোরগ রেজিস্ট্রিবিহীন(DAR)ও মেনু ফ্যাকচারিং রাইজন এমআই না থাকার অভিযোগে শিল্পী মেডিকেল হল কে ৩০ হাজার টাকা ও শ্যামলী ড্রাগক হাউসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুইটি দোকান থেকে আড়াই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ।
ওষুধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক আহসান হাবীব হাবিব জানান, ওষুধ আইন ,১৯৪০,এর ১৭/২৭, ধারায় দুইটি প্রতিষ্ঠানের ৮০, হাজার টাকা টাকা জরিমানা করা হয় দুইটি দোকান থেকে আড়াই লাখ টাকার অনুমোদনহীন ও বিদেশী ওষুধ জব্দ করা হয় এবং পুড়িয়ে নষ্ট করা হয় ।