জেলা সংবাদদাতা: খাদ্যের গুণগত মান ও সঠিক মূল্য, ভেজালরোধ ও সঠিক মাপ নিশ্চিত রাখতে গাজীপুরে বাজার তদারকিতে নেমেছে জেলা প্রশাসন। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে দুপুরে জয়দেবপুর বাজারে বিভিন্ন কাঁচাবাজার, মাংসের বাজার, মুদি ও মনোহারী পণ্যের বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় তিনি ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাত দখলকারীদের মৌখিকভাবে সতর্ক করেন তিনি।
জেলা প্রশাসক জানান, রমজান মাসে জেলা প্রশাসনের মতো একই সময়ে বিভিন্ন উপজেলাগুলোতেও বাজার মনিটরিং করা হচ্ছে। ভেজাল ও কারচুপি বন্ধে বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এসময় জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।