সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় নামতে হবে : শামসুজ্জামান দুদু

গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় নামতে হবে : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতেই হবে। এ ছাড়া অন্য কোনো পথ নাই।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। এখন বাইরে বের হওয়ার সময়, রাস্তায় নামার সময়। তাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’ তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর এই জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে। তাহলে দেশে গণতন্ত্র স্বাধীনতা ফিরে আসবে।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্বে ও সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...