মোঃআবুল হোসেন মুন্সীগঞ্জের প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় মাওঃ শামসুদ্দিন এন্ড জোসনা ফাউন্ডেশন ও রেনেসাঁ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানটি মুক্তার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আবুল খায়ের খান, সভাপতি গজারিয়া শিক্ষা স্বাস্থ্য কমিউনিটি ফোরাম, নেয়ামুল হক (নয়ন) স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক নতুন সময় গজারিয়া প্রতিনিধি, মাওলানা—মাথাভাঙ্গা হাজী হামিদুন নেসা মহিলা আলিয়া মাদ্রাসা, ওসমান গনি, দুলাল মিয়া, সাংবাদিক আবুল হোসেন, আলম সরকার সহ সংগঠনটির সদস্যবৃন্দ গণ।
প্রধান অতিথি লায়ন মোঃ আবুল খায়ের খান বলেন এই সংগঠনটি গজারিয়া উপজেলার বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সহযোগিতা দিয়ে সর্ব সময় পাশে আছে, থাকবে। এবং অচিরেই গজারিয়া উপজেলার উন্নয়নের অগ্রযাত্রার
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই উন্নয়ন সোসাইটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা রাখি।