সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / গজারিয়ায় ঝগড়া থামাতে গিয়ে মা মেয়েসহ ৩ জন গুরুতর আহত।

গজারিয়ায় ঝগড়া থামাতে গিয়ে মা মেয়েসহ ৩ জন গুরুতর আহত।

আবুল হোসেন গজারিয়ায় প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঝগড়া থামাতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে জামেনা(৪৮) বেগম নামে এক গৃহিণী কে বেদরক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী রেজাউল করিম গং রা।গত বুধবার (২২ মার্চ) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের প্রতিবেশীদের ঝগড়া মিটাতে গিয়ে এই হামলার শিকার হয়।আহত জামেনা বেগম(৪৮) দড়ি কান্দি গ্রামের মৃত আক্কাস আলী প্রধানের ছেলে মো: স্বপন মিয়ার স্ত্রী। এই ঘটনায় গুরুতর আহত স্ত্রী জামেনা বেগম চিকিৎসাধীন অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তার মেয়ে স্বপ্না আক্তার (২৪) ও ছেলে সাইফুল ইসলাম কে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেওয়া হয়।জামেনা বেগমের স্বামী মো: স্বপন মিয়া জানান, আমার নিজ বাড়ীর সীমানায় রেজাউল করিম ও ফাতেমা বেগম তর্কাতর্কী করিয়া ঝগড়া বিবাদ করে। উক্ত ঝগড়া বিবাদ দেখিয়া আমার স্ত্রী জামেনা বেগম (৪৮) তাহা মিমাংসার জন্য আগাইয়া গেলে রেজাউল করিম আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে। আমার স্ত্রী নিষেধ করিলে আমার স্ত্রীকে এলোপাথারি মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা খজম করিয়া একপর্যায়ে তাদের হতে  থাকা লোহার রড দিয়া মাথায় আঘাত করিয়া কপালের সম্মুখভাগে কাটিয়া রায়। আমার মেয়ে স্বপ্না আক্তার (২৪) ও ছেলে সাইফুল ইসলাম আমার (স্ত্রী) তার মাকে বাঁচানোর উদ্দেশ্যে আগাইয়া আসিলে তাদেরকেও মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা খজমকরে। মারামারি ও হাতাহাতির সময় আমার মেয়ের গলায় পরিহিত ১২ আনা ওজনের স্বর্ণের চেইন যাহার বাজার মূল্য আনুমানিক মূলা ৬৫ হাজার টাকা যা ভুট্ট মিয়ার মেয়ে কুলসুম বেগম নিয়া যায় এবং মেয়ের সাথে থাকা এনডুয়েট মোবাইল সেট যাহার আনুমানিক ২২,০০০/- (বাইশ হাজার) টাকা যা ফাতেমা বেগম নিয়ে যায়।
তিনি আরো বলেন, রেজাউল করিম আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্য করে তাহার হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে তা কপালের মাঝখানে গুরুতর কাঁটা জখম হয়। এই ঘটনায় মোঃ স্বপন মিয়া(৫৪) বাদী হয়ে অভিযুক্ত রেজাউল করিম সহ জড়িত ৫ জনকে আসামি করেগজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন যাহা মামলা তদন্তাধীন রয়েছে।এবিষয়ে গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মুহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...