মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আজ সকাল ১১:০০টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর দলীয় প্রধান কার্যালয়ের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন।
এসময় উপস্তিত ছিলেন জেলা সহ- সভাপতি রিপন মল্লিক মুন্সিগঞ্জ সদর বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সভাপতি সাবেক মেয়র একেএম এরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারিক কাসেম মুকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ভি.পি. মাসুম, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, সাধারন সম্পাদক মুহাম্মদ মাসুদ রানা, সদর ছাত্রদলের সভাপতি মুহাসিন, শহর ছাত্রদলের সভাপতি আরিফ আহম্মেদ, সিনিঃ সহ-সভাপতি, শফিকুল হাসান তুষার, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তপন দর্জী, ছাত্রদলের সভাপতি মাহদি ইসলাম বাবু সহ দলের অন্যান্য সংগঠনের হাজারো নেতাকর্মী।