সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রায় আগেই প্রস্তুত’

‘খালেদা জিয়ার বিরুদ্ধে রায় আগেই প্রস্তুত’

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগে থেকেই সাজার রায় প্রস্তুত করে রাখা হয়েছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো পাতানো রায় জনগণ মেনে নেবে না। তুমুল প্রতিরোধ গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে এমনকি ভোটের মাধ্যমে জুলুমবাজ সরকারের পতন ঘটানো হবে।’

সোমবার ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী চৌধুরী শায়লা কামাল ও মেয়ে নায়াব ইউসুফ আহমেদ।

কামাল ইবনে ইউসুফ তার বক্তব্যে ফরিদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজের বিরুদ্ধে নতুন করে চুরি ও ডাকাতির পেন্ডিং মামলা দায়েরেরও নিন্দা জানান। ইতিপূর্বে বিভিন্ন মামলায় কারারুদ্ধ এই তিন নেতা হাইকোর্ট থেকে জামিন লাভ করে কারামুক্ত হওয়ার কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ফরিদপুরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে।’

সোমবার সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, বড়মাধবপুর বাজার প্রাঙ্গণ ও কানাইপুর ইউনিয়নের আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে বক্তব্য দেন সাবেক এই মন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘ভোটবিহীন সরকার দেশে চলতে পারে না। গতবারেও তারা ভোটবিহীন নির্বাচন করেছে। আবারও একইভাবে ভোটবিহীন নির্বাচন করার পাঁয়তারা চালাচ্ছে।’

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মুরাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমএ ইউসুফ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, কোতয়ালী থানা যুবদলের যুবদলের যুগ্ন সম্পাদক লুৎফর রহমান, কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম মাস্টার, আসাদুজ্জামান আসাদ, গোলাম মোস্তফা, বিশ্বজিৎ প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...