সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / খানসামা উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

খানসামা উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সঞ্চালনায় ২০২২ সালের আগস্ট মাসের খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মাসিক সভায় আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন।

মাসিক সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভায় সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পরামর্শ প্রদান ও ডলার ব্যবসায়ীদের ধরতে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন থানা অফিসার ইনচার্জ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...