মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুর খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মণিভূষন রায়।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার। তিনি আরও বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ।
এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ কারেন্ট জাল, ম্যাজিক জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে।