সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / খানসামায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

খানসামায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে খানসামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে উক্ত স্টেশন চত্বরে “দুর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনতাজুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার ফারুক আহম্মেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংবাদকর্মী মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাব স্কাউট সদস্য নুরুল ইসলামসহ স্কাউট শিক্ষার্থী, ফায়ার ফাইটার, স্টেশনের সদস্যবৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...