ঝিনাইদহ প্রতিনিধিঃ বুধবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ শহরের ব্রীজ ঘাট মোড় এলাকা থেকে দু’কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন গাঁজাসহ এক ব্যক্তি আলামপুর সড়ক দিকে কোটচাঁদপুর শহরে ঢুকছে। তিনি সাথে সাথে দিক নির্দেশনা দিয়ে ফাঁড়ি ইনচার্জ ইন্সেপেক্টর গোলাম মওলা এবং এস আই আলি আকবরকে শহরের ব্রীজ ঘাট মোড়ে পাঠিয়ে দেন। পরে তারা মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম(৩২) কে ২ কেজি গাঁজাসহ আটক করেন।
গ্রেফতারকৃত নজরুল মহেশপুর থানার পুড়াপাড়া গ্রামের মুজিবর রহমান মুজির ছেলে বলে জানা গেছে। মাদক ব্যবসায়ী নজরুল জানায়, সে মহেশপুর থানা এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা কিনে কোটচাঁদপুরে বিক্রি করত। এ ব্যাপারে নজরুলের নামে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। দুপুর ১২টার দিকে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।