সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশনের উদ্বোধন

কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশনের উদ্বোধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশনের উদ্বোধন। কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ পাড়া মন্দির চত্বরে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বাবু দুলাল চন্দ্র রায়।

এ সময় বক্তব্য রাখেন গীতা শান্ত্রী মিহির চন্দ্র বর্মণ, মহিলা গীতা সংঘের সভাপতি অর্পণা সরকার অপু ও সহ-সাধারণ সম্পাদক দিপিকা রাণী পাল। আলোচনা শেষে গীতাপাঠ ও নামসংকীত্তণ পরিবেশেন করা হয়।

পরে উপস্থিত সকলের সম্মতিতে শংকরী ঘোষ কে সভাপতি ও নন্দন রায় কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন এর কমিটি গঠন করা হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...