সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশনের উদ্বোধন। কুড়িগ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে পার্থ-সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ পাড়া মন্দির চত্বরে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বাবু দুলাল চন্দ্র রায়।
এ সময় বক্তব্য রাখেন গীতা শান্ত্রী মিহির চন্দ্র বর্মণ, মহিলা গীতা সংঘের সভাপতি অর্পণা সরকার অপু ও সহ-সাধারণ সম্পাদক দিপিকা রাণী পাল। আলোচনা শেষে গীতাপাঠ ও নামসংকীত্তণ পরিবেশেন করা হয়।