জহিরুল ইসলাম, মৌলভীবাজার থেকে : কুলাউড়ার বরমচালে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচালে ট্রেন দূর্ঘটনায় আহত প্রত্যেককে ১০ হাজার টাকা এবং নিহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করবে রেল মন্ত্রনালয়।
এছাড়া সিলেট থেকে আখাউড়া পর্যন্ত সম্পূর্ণ নতুন রেললাইন করা হবে। নির্মাণ হবে ডুয়েল গেজ রেললাইন। ১৬টি আধুনিক রেল স্টেশন স্থাপন করা হবে। এজন্য ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আজ ২৬ জুন বুধবার কুলাউড়া উপজেলা বরমচালে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি উক্ত কথাগুলো বলেছেন। এসময় উপস্থিতছিলেন পরিবে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন এমপি।