ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের নিকলীতে পারিবারিক কলহের জেরে দুই নারীকে গলাকেটে হত্যা করেছেন শওকত আলী নামে এক লোক। এ ঘটনায় শওকত আলীকে (৩০) আটক করেছে পুলিশ।
নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বড়বাংলা গ্রামে শনিবার বেলা ১১টার দিকে শওকত আলী তার গর্ভবতী স্ত্রী আয়শা আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। এর কিছুক্ষণ পরই পাশের পূর্বপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আয়শার বড় ভাবি সালমা আক্তারকে (৩০) হত্যা করেন।
এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক শওকত আলীকে আটক করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।