সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / করোনা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ববিতা

করোনা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ববিতা

দৈনিক বর্তমান দেশবাংলা বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে টানা চারদিন হাসপাতালে ছিলেন নন্দিত অভিনেত্রী ববিতা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি তিনি বাসায় ফিরে গেছেন।

শনিবার (২৭ জুলাই) ববিতার ছোট বোন চম্পা গণমাধ্যমকে বলেন, আপা কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার করোনা পজিটিভ হওয়ার খবরটি জানা যায়। কালক্ষেপণ না করে ১৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এর মধ্যে আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না।

তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চারদিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে

ববিতার বর্তমান অবস্থার কথা জানিয়ে চম্পা বলেন, আপা আপাতত সুস্থ আছেন। তবে শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

প্রসঙ্গত, এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। তবে সেবার এতটা কষ্ট পাননি, যেমনটা এবার পেয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যৌনকর্মী থেকে নেত্রী

  বিনোদন ডেস্ক: পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী ...