সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ওসমানীনগরে গাভীর যমজ বাচ্চা প্রসব

ওসমানীনগরে গাভীর যমজ বাচ্চা প্রসব

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি গাভী যমজ বাচ্চা প্রসব করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খাশিপাড়া গ্রামের ব্যবসায়ী রুপু পালের গাভীটি একসঙ্গে দুটি বাচ্চা প্রসব করে।

ওসমানীনগর উপজেলায় এই প্রথম একটি গাভী দুটি বাচ্চা প্রসব একটি বিরল ঘটনা। এ কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রুপু পালের একটি কালো রংয়ের মাঝারি আকারের গাভী দুটি কালো বাচ্চা (বাছুর) প্রসব করেছে। গাভী ও গাভীর বাচ্চা দুটির শারীরিক অবস্থাও প্রায় সুস্থ রয়েছে।

গাভীর মালিক ব্যবসায়ী রুপু পাল জানান, বৃহস্পতিবার আমার গাভীটি একে একে দুটি বাচ্চা প্রসব করে। আমরা ভাবতেই পারিনি যে গাভী যমজ বাচ্চা প্রসব করতে পারে। গাভী ও তার যমজ বাচ্চা দুটির জন্য স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎকসের নিকট থেকে পরিচর্যার বিষয়ে পরমার্শ নিয়েছি।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাহাদাত হোসেন বলেন, একটি গাভী যমজ বাচ্চা প্রসব করা স্বাভাবিক কিন্তু ওসমানীনগরে আমার তিন বছরের চাকরি জীবনে এই প্রথম একটি গাভী যমজ বাচ্চা প্রসব করল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...