বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস (৮৬) পরলোকগমন করেছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টা ৪২ মিনিটের দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুর সংবাদে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এদিকে, তার মৃত্যুর সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন, উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আসাদুজ্জামান,গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন সাংগঠনের কর্মীরা উপস্থিত থেকে সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির ও ভবেরচর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়।