জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে দুটি সিনেমার শুটিং নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সিনেমা দুটি পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। সেখান থেকেই ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি।
এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকেও। সিনেমার নাম ‘পাপ’। পরিচালক সৈকত নাসির। সম্প্রতি এ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়।
এ প্রসঙ্গে লন্ডন থেকে মোবাইল ফোনে ববি যুগান্তরকে বলেন, অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘পাপ’ সিনেমাটি নির্মিত হয়েছে। আমি নিজের সেরা অভিনয় দেওয়ার চেষ্টা করেছি। এতে দর্শক আমাকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখতে পাবেন।
সিনেমাটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। ঈদে মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শক আমাদের এ সিনেমাটি সাদরে গ্রহণ করবেন। এটি ছাড়াও ববি অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে