যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় বাংলাদেশ সময় গত সোমবার ভোরে শুরু হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থাপনায় গতবারের মতো এবারও ছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
‘দ্য শেপ অব ওয়াটার’কে শ্রেষ্ঠ ছবি ঘোষণার পর পরিচালক গিয়েরমো দেল তোরো তার ছবির শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে। এবার ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল শেপ অব ওয়াটার। ছবিটি অস্কারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে।
বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরুর আগের এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন দুনিয়া কাঁপানো হেভিওয়েট তারকারা। বিখ্যাত ডিজাইনারদের বাহারি সব পোশাক পরে আসেন নামি-দামি তারকারা। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছিল যেন নক্ষত্র মেলা! চলুন এক নজরে দেখে নেওয়া যাক ৯০তম অস্কারজয়ীদের তালিকা:
সেরা চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার
সেরা পরিচালক:গিয়েরমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
সেরা অভিনেতা:গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাক ডর্ম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা পার্শ্ব অভিনেত্রী:অ্যালিসন জেনি (আই, টনিয়া),
সেরা অরিজিনাল স্ক্রিন প্লে: গেট আউট
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: এ ফ্যান্টাস্টিক ওম্যান
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র:হেভেন ইজ এ ট্রাফিক জ্যাম অন দ্য ফোর জিরো ফাইভ
সেরা স্কোর: দ্য শেপ অব ওয়াটার
সেরা গান: রিমেম্বার মি (কোকো)
সেরা প্রোডাকশন ডিজাইন:দ্য শেপ অব ওয়াটার
সেরা সিনেমাটোগ্রাফি:ব্লেড রানার ২০৪৯
সেরা কস্টিউম ডিজাইন:ফ্যান্টম থ্রেড
সেরা সাজসজ্জা ও হেয়ার স্টাইলিং:ডার্কেস্ট আওয়ার
সেরা ফিচার তথ্যচিত্র: ইকারুস
সেরা শব্দ সম্পাদনা: ডানকার্ক
সেরা শব্দ মিশ্রণ: ডানকার্ক