মোঃআমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গত বুধবার(২০জুলাই) উখিয়া উপজেলার বালুখালীর উখিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে কারবারিদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হচ্ছে, পালংখালী ইউনিয়নের বালুখালী জুমেরছড়া এলাকার নুরুল আবছারের স্ত্রী পারভীন আক্তার, নলবনিয়া এলাকার নজীম উল্লাহর স্ত্রী আনোয়ারা আক্তার, ফারিরবিলের সৈয়দ আকবরের স্ত্রী খাইরুন নেছা এবং আউলিয়াবাদের মোঃ হামিদ হোসেনের পুত্র মোঃ বাপ্পী।র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উখিয়ার ঘাট এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বালুখালী জুমের ছড়া এলাকার মৃত আবু বশরের ছেলে নুরুল আবছার পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মহিলারদের দেহ তল্লাশী করে তাদের হাতে থাকা শপিং ব্যাগ ও কাপড়ের ব্যাগের ভিতর হতে সর্বমোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।