ঈদগাঁওতে বোরো ধান বীজ উৎপাদন প্রদর্শনী সম্পন্ন হয়েছে। স্থানীয় কৃষকদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
জানা যায়,কৃষি সম্প্রসার অধিদপ্তর তত্তাবধানে ও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের বাস্ত বায়নে ঈদগাঁও ইউনিয়নে বোরো ধানের বীজ উৎপাদন প্রদর্শনী হয়েছে। চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনাস্থ পয়েন্টে পাঁচ একর সাড়ে ১২ কানি জমিতে এটি করা হয়। সেখানেই সাইনবোর্ড ও লাগানো হয়েছে।
গতকাল দুপুর বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেছেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন, আবদুল্লাহ আল নোমান ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার এম আবু হেনা সাগর।
কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানালেন, বোরো চাষাবাদ মৌসুমে স্থানীয় পর্যায়ের কৃষক দের মাঝে বীজের সংকট যেন না হয়, সে লক্ষ্য বীজ উৎপাদন করা হয়েছে। সুন্দর পরিবেশে এটি প্রতি ইউনিয়ন ভিত্তিক করা হয়েছে।