টিভি সিরিজ ‘আলিফ লায়লা’য় সিন্দাবাদ চরিত্রে অভিনয় করা শাহনেওয়াজ প্রধান মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৬ বছর।
শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান এই অভিনেতা। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।
সিন্দাবাদখ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধানের আগে থেকেই হৃদ্রোগ ছিল। কয়েক মাস আগেই বাইপাস সার্জারি করা হয়েছিল।
ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা-সব মাধ্যমেই অভিনয় করেছিলেন শাহনেওয়াজ। প্রধান প্রধান চরিত্রে তাকে দেখা না গেলেও পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। একাধিক ওয়েব সিরিজ এবং ছবিতে পার্শ্ব চরিত্রে তাকে দেখা গেছে। ফ্যান্টম, রইস, টোটা ওয়েডস ময়না অভিনেতার ক্যারিয়ারের অন্যতম কাজ।
তবে শাহনেওয়াজ প্রধান সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন বিটিভিতে বাংলায় ডাবিংকৃত আলিফ লায়লা সিরিজের সিন্দাবাদ চরিত্রে অভিনয় করে। এই অভিনেতার প্রয়াণে শোকে স্তব্ধ সবাই। এরইমধ্যে শোক প্রকাশ করেছেন বলিউড টলিউডের অনেক তারকারা।
আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘আলিফ লায়লা’য় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহনেওয়াজ কণ্ঠ–অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন।