ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ফ্যাশন হাউজ নিজেদের সজ্জিত করছে। আর একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে এফডিসিতে ফটোশ্যুটে অংশ নেন বিদ্যা সিনহা মীম।
মিম ও সুজন ছাড়াও ছাড়াও এ ফটোশ্যুটে চিত্রনায়িকা রাহা তানহা খান, মডেল ও অভিনেতা ও রাজ ম্যানিয়ার পাশাপাশি অংশ নেন বোম্বের ফ্যাশন মডেল বিনীত চৌধুরী ও দিলির শায়না সিং।
আর্টরেস এর ঈদ কালেকশান নিয়ে আর্টরেস এর ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলেন, ‘আর্টরেস তারুণ্যের সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খুব বেশিদিন হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে তরুণ-তরুণীদের কাছে বৈশ্বিক ট্রেন্ড আর নিজস্ব ঐতিহ্যের মিশেলে সর্বোচ্চ মানের ফেব্রিকে তৈরি আর্টরেসের পোশাক।
এ সময় তিনি আরো জানান, রাজধানীর গুলশানের আর্টরেস-এর শোরুমের পর খুব শিগগিরই রাজধানীতে নতুন একাধিক শো রুম নিয়ে হাজির হবে আর্টরেস।’
বিদ্যা সিনহা মীম বলেন, আসলে আমি যখন জানলাম আর্টরেস তাদের যাত্রা শুরু করেছে তখন তাদের কালেকশান দেখলাম। আমাদের তরুণ প্রজন্মের জন্য পছন্দের বেশ কালেকশন রয়েছে। আমাকে যখন বলা হলো মডেল হতে তখন বেশ আগ্রহ নিয়েই রাজি হই।