আবারও চীন সফর করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবারের সফরেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
সোম ও মঙ্গলবার কঠোর গোপনীয়তার সঙ্গে এ সফর করেন কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে উত্তর কোরিয়ার নেতা চীন সফর করলেন।
এর আগে মার্চের শেষ সপ্তাহে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ট্রেনে করে চীনে গিয়েছিলেন কিম উন। তার কিছুদিন পরই চিরবৈরি দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতা মুনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি।
ধারণা করা হচ্ছে ট্রাম্পের সাথে আকাঙ্খিত ঐ বৈঠকের প্রস্তুতি হিসেবে প্রধান মিত্র চীনে গেলেন কিম জং উন। চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী দালিয়ানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ৩২ বছর বয়সী এই নেতা।
কিম-ট্রাম্প বৈঠকের সময়সূচি এখনও নির্ধারণ না হলেও সম্ভাব্য এজেন্ডা নিয়ে কথা হয় দুই নেতার মাঝে।
বৈঠকে বেইজিং ও পিয়ং ইয়ংয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর স্থানীয় সমুদ্র সৈকতে একান্তে কিছু সময় কাটান কিম জং উন ও শি জিনপিং।