মোঃ সজীব মোল্লা: “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন”প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলামিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম,সংরক্ষিত পৌর কাউন্সিলর নাজমা সুলতানাসহ প্রমুখ।
র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার ঢাকা-খুললনা মহাসড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে প্রত্যাবর্তন করে।