ডেস্ক রিপোর্ট: আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১৯তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়ছে কলাবাগান ক্রীড়া চক্র। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে মাত্র ৮ রান করে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল।
এর আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। কিন্তু আজ ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান।
এইদিন শুরুতেই ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রান করে আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। এরপর জসিমউদ্দিনকে শূন্য রানে ফেরান গাজি গ্রুপের পেসার কামরুল ইসলাম রাব্বি।
এরপর কলাবাগানের ব্যাটিংয়ের হাল ধরতে নেমেছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তবে আশরাফুলও টিকতে পারেন নি। রাব্বির বলে তিনিও ফিরেন সাজঘরে। পরবর্তীতে তাইবুর রহমান এবং আকিবুর রহমানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান করে থামে কলাবাগান। দলের হয়ে সর্বোচ্চ আকিবুর রহমান করেন ৮০রান।
গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেন পেসার কামরুল ইসলাম রাব্বি এবং দোলার মাহমুদ।