সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / অাখাউড়া সাজা প্রাপ্ত অাসামি সহ ৪ হাজার পিস ইয়াবা অাটক

অাখাউড়া সাজা প্রাপ্ত অাসামি সহ ৪ হাজার পিস ইয়াবা অাটক

রতনপারভেজ,ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ হাজার ৯০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফ আমিন জানান, সোমরার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রামের একটি মসজিদের সামনে ৪/৫ জন মাদক পাচারকারীদের আসতে দেখে ধাওয়া করে পুলিশ।
এসময় পাচারকারীরা ইয়াবার ভর্তি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।

এই দিকে পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী পৌরসভার তারাগন গ্রামের মৃত আঃ হাশেমের পুত্র মোঃ ইকবাল চৌধুরী মিন্টু (৫০)কে গ্রেফতার করেছে অাখাউড়া পৌরশহর মালদার পাড়া নামক এলাকা থেকে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লন্ডনে বেক্সিমকোর ‘দুই যুবরাজের’ ৮৪৬ কোটি টাকার ফ্ল্যাট-বাড়ি

  স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ ...